কারিশমার প্রেমে পড়েছেন রণবীর!
আলমগীর,বিনোদন :
হ্যাঁ, প্রেমে পড়েছেন রণবীর কাপুর। তবে বাস্তবে নয় এটি সিনেমার দৃশ্যে। রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তর বায়োপিকে রণবীরের বিপরীতে অভিনয় করবেন কারিশমা। কারিশমার প্রেমেই প়ড়েছেন তিনি।
জানা গেছে, রাজকুমার হিরানি পরিচালিত এ ছবিতে সঞ্জয়ের এক রিয়েল লাইফ প্রেমিকার ভূমিকায় দেখা যাবে কারিশমাকে। এই ছবিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। সোনম কাপুর, আনুশকা শর্মা, দিয়া মির্জা, মণীষা কৈরালার পর এবার কারিশমাকে তাঁর এই ছবির জন্য রাজকুমার বাছাই করেছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতিমধ্যে ছবির শুটিং হয়েছে। ক্যামিও চরিত্র হলেও এই বায়োপিকে কারিশমা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। আর এতেই খুশি এ নায়িকা।
এই ছবিতে সঞ্জয়ের আরও এক প্রেমিকার ভূমিকায় থাকছেন সোনম কাপূর। নার্গিসের ভূমিকায় রয়েছেন মণীষা। মান্যতার চরিত্রে দেখা যাবে দিয়া মির্জাকে। একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।