নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে বিজয়ী করতে রাজশাহী জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা দিনব্যাপী গণসংযোগ করেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন গণসংযোগে নেতৃত্বে দেন। তারা পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় নৌকায় ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, দুর্গাপুর উপজেলা যুব মহিলালীগের সভাপতি সাহিদা আখি, চারঘাট উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক ময়না খাতুন লেখিকা নাফহাতুন জান্নাত, যুব মহিলা লীগ নেতা উম্মে কুলসুম মেমোরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিপাশা খাতুন বলেন, আগামী ১৪ ফেরুয়ারি নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবে হবে। এজন্য যুব মহিলা লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। আর নৌকার ভোট কামনা করতে হবে।