কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত ৩
ভারত-পাকিস্তান ডেস্ক: বিতর্কিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে সন্ত্রাসী হামলায় ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও ৭ জন।
শনিবার বিকেলে শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট বাজারে জনতার ভিড়ের মধ্যে এ হামলা চালানো হয়।
হামলার পরপরই ওই এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। হামলাকারীদের ধরতে তখনই তল্লাশি শুরু করা হয়। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্থানীয়দের সাহায্যেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও এ হামলায় দায় স্বীকার করেনি কেউ।