কিতোভা বিশতম খেতাব জিতলেন
খেলাধুলা ডেস্ক : ডিসেম্বরে আততায়ীদের ছুরিতে তাঁর খেলোয়াড়ি জীবনই শেষ হতে চলেছিল৷সেখান থেকে ফিরে এসেও ফাইনালে জিতলেন পেত্রা কিতোভা৷এগন ক্লাসিকের ফাইনাল জিতলেন মন্টে কার্লোর বাঁ-হাতি খেলোয়াড়৷অস্ট্রেলিয়ার অ্যাসলেইগ বার্তেকে হারালেন কিতোভা৷কিতোভা জিতলেন ৪-৬ ৬-৩ ৬-২ সেটে৷কিতোভার খেলা দেখে মনে হল না যে, এই বাঁ-হাতেই তিনি মারাত্ম চোট পেয়েছিলেন৷
সামনেই উইম্বলডন৷তাঁর আগে নেট প্র্যাকটিসটা দুর্দান্ত ভাবে করে রাখলেন কিতোভা৷২০১১ ও ১৪-তে উইম্বলডন জিতেছিলেন বছর সাতাশের এই খেলোয়াড়৷গত মাসে ফরাসি ওপেনেও নামতে পারেননি কিতোভা৷কিন্তু আসন্ন উইম্বলডনে বিশ্বের দ্বাদশতম খেলোয়াড়ের উপর নজর থাকবেই৷ম্যাচ জিতে কিতোভা বলছেন,‘‘ দুর্দান্ত একটা সপ্তাহ গেল৷অসাধারণ টুর্নামেন্ট খেললাম৷চোটের পর ঘাসের কোর্টে এই প্রথম নামলাম৷কোনও প্রত্যাশা ছাড়াই এখানে খেলতে এসেছিলাম৷সেরাটাই উজাড় করে দিতে চেয়েছিলাম৷আশা করি এভাবেই এগিয়ে যেতে পারব৷’’