কিশোরগঞ্জে চামড়াবাহী নৌকা ডুবে ২ জনের মৃত্যু

0 ৪,৬০২

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : কিশোরগঞ্জ জেলার ইটনায় কোরবানির পশুর চামড়াবাহী নৌকাডুবিতে দুই চামড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন ইব্রাহিম (৫০) ও আব্দুল মজিদ (৬০)।  নিহত ইব্রাহিম মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে এবং আব্দুল মজিদ উজারকান্দা গ্রামের মৃত আব্দুল মন্নাছের ছেলে।
সোমবার সকালে সীমান্তবর্তী মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের উলুয়ার হার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এ ব্যাপারে ইটনা থানার ওসি মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে একটি চামড়া বোঝাই ছোট নৌকা নিয়ে পাঁচজন ব্যবসায়ী করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরের দিকে যাচ্ছিলেন। রাতে সিলনীর হাওরে নৌকাটি ডুবে যায়। সেসময় অন্য যাত্রীরা সাঁতরে হাওরে একটি গাছে আশ্রয় নিলেও পানিতে ডুবে নিখোঁজ হয় ২ জন। পরে সকালে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.