কিয়েভের নিকটবর্তী হচ্ছে রুশ বাহিনী
ধীরগতিতে হামলা জারি রেখে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
রাজধানী কিয়েভে বহুমুখী হামলার পাশাপাশি উত্তরপূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের ৩০ কিলোমিটার (১৮ দশমিক ৬ মাইল) দূরত্বের মধ্যে এগিয়ে চলে এসেছে রাশিয়ার সামরিক বাহিনীর বহর। অন্যদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ঘেরাও করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী।
এদিকে, মারিওপোল শহরে রুশ বাহিনীর ঘেরাওয়ে আটকাপড়া সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে রাশিয়ার চলমান হামলার কারণে এ কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ইউক্রেন সরকারের।
মার্কিন সংবাদমাধ্যম ফক্সনিউজের সাংবাদিক ট্রে ইংস্ট আজ শনিবার সকালে টুইটে বলেন, ‘কিয়েভে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত আজই সবচেয়ে ভয়াবহ মাত্রায় বোমা হামলার শব্দ শুনতে পাচ্ছি আজ।’
রাশিয়া যথারীতি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
Comments are closed.