কুকদের দশা কিউইদের মতো হতে পারে বলছেন সৌরভ

0 ১,০২৫

ganguly-pix-3-11খেলাধুলা ডেস্ক : নিউজিল্যান্ডকে টেস্টে সিরিজে হোয়াইট ওয়াশ করছিল বিরাট কোহলিরা৷ ইংল্যান্ডের একই দশা হতে পারে বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সিএবি সভাপতি মনে করেন কোহলিরা যে ক্রিকেট খেলছেন তাতে ইংল্যান্ডকেও সিরিজে পাঁচটি ম্যাচেই হারতে পারে৷
এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘ ভারত নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে৷ দারুন ক্রিকেট খেলছে কোহলি-ব্রিগেড। ইংল্যান্ডের বিরুদ্ধেও তার পুনরাবৃত্তি হবে বলে আশা করছি।’ অথাৎ সৌরভ সরাসরি পাঁচ ম্যাচেই ভারতের জয় দেখছেন৷ ইংল্যান্ডের বিরুদ্ধেও কিউই সিরিজের পুনরাবৃত্তি আশা করছেন৷ তাই ইংল্যান্ডের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ অন্যদিকে ভারতের রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের স্পিন নিয়ে উদ্বেগে ইংল্যান্ড শিবিরও৷ ভারতের স্পিন খেলার জন্য ইংল্যান্ডও প্রস্তুতি শুরু করেছে৷

Leave A Reply

Your email address will not be published.