কুবিতে অর্থনীতি ক্লাবের নতুন কমিটি


অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাফিয়া ইসলাম লিনাকে সভাপতি, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শিকদারকে সহ-সভাপতি ও অর্থনীতি ৯ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবেদীন কবিরকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয় বিভাগের একাডেমিক কমিটি।
নতুন কমিটিতে মোঃ মহিউদ্দিনকে অর্থ সম্পাদক করে মোট ১৯ সদস্যের কমিটি দেয়া হয়।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে থাকছেন বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম আকন্দ, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন প্রভাষক নয়ন তারা, প্রভাষক আয়েশা আক্তার এবং রিফাত নাহরিন।
সমন্বয়ক মো. মামুন মিয়া, ইব্রাহি সরকার, ঐশ্বর্য ভট্টাচার্য, রুপক দে, মো. তাজউদ্দীন মোল্লাসহ প্রমুখ।