কুবিতে নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিশনের নতুন কমিটি

0 ৫৪১
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গণিত বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম কে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের দশম ব্যাচের দীপ্র চৌধূরীকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্যের এ কমিটি অনুমোদন দেয়া হয়।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি আবির ইসফাক ও সাধারণ সম্পাদক এম এস টিটু মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হল সহ-সভাপতি হাফি খান টিপু, শাহরিয়ার নোবেল, শেখ আমিনুল হক, আহসান কবীর, ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাআদ ইবনে সাঈদ, শেখ ইমরান আল-আমিন, মাহিম মেশাররফ সেজান, হাবিবুর রহমান, কাউসার জাহান মারুফ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার, মারুফ হোসেন সরকার, অর্থ সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক রন্টি সরকারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, আগামী এক বছর নতুন এ কার্যনির্বাহী কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com