কুর্মিটলা বস্তিতে মুসলিম এই্ড এর স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন

0 ১,৩৮২

আলমগীর ঢাকা :কুর্মিটলা বস্তিতে মুসলিম এই্ড এর স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন অদ্য ৮ নভেম্বর ২০১৭ মুসলিম এইড, ঢাকা সিটির মিরপুর পল্লবী এলাকার কুর্মিটলা বস্তিতে ইকো-ইউএসএ এর অর্থায়নে স্যানিটেশন প্রকল্পের আওতায় নির্মিত ১৩টি পাকা ল্যাট্রিন উদ্ভোধন ও উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করেন। মুসলিম এইড বাংলাদেশ কান্ট্রি অফিসের সম্মানিত কান্ট্রি ডিরেক্টর জনাব মাহফুজুর রহমান এর সভপতিত্বে স্যানিটেশন প্রকল্পের উদ্বোধনী ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুসলিম এইড এর এশিয়ার রিজোনাল ম্যানেজার জনাব সিদ্দ দেভা , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর পল্লবী ৩ ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক, মুসলিম এইড এর সিনিয়র ম্যানেজার জনাব মাহফুজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান, কোঅর্ডিনেটর ওয়াস প্রোগ্রাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব এস, এম, শফিউল আযম ও শাহ ওয়ালী উল্লাহ । মুসলিম এইড কর্তৃক নির্মিত ১৩ টি পাকা ল্যাট্রিনে পানির সু ব্যবস্থা এবং মহিলা ও পুরুষের জন্য পৃথক পৃথক ব্যবস্থা থাকায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন ও মুসলিম এইড এর জন্য দোয়া করেন।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com