কুসুম শিকদার গানে ফিরছেন
বিনোদন ডেস্ক : ‘লালটিপ’ খ্যাত নায়িকা কুসুম শিকদার। তিনি গায়িকাও বটে। দীর্ঘ ১৮ বছর পর কুসুমের গাওয়া গান বাজারে আসছে। ‘জানি না কেন সে বলে গেল/সে চলে গেল/জানি না কেন ধূপছায়া রাতে জোনাকির জলসা ছেড়ে’ শিরোনামের এ গান দুটো ভার্সনে শোনা যাবে। এমনকি দুটোর নামও ভিন্ন; ‘মায়া’ ও ‘ধোঁয়া।’ প্রথমটি ডুয়েট ও দ্বিতীয়টি একক। গায়িকা হিসেবে কুসুমের যাত্রা কিন্তু নতুন না। ১৯৯৯ সালের দিকটায় কুসুম গান করতেন মোটামুটি পেশাদারি শিল্পীর মতো। তার গাওয়া তিনটি অ্যালবাম বের হয়। অ্যালবাম তিনটি হলো: ‘তুমি আজ কত দূরে’ (একক), ‘জীবনের যত চাওয়া’ আর ‘অদলবদল’ (মিক্স)। ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার পর কুসুম গান থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ তার অভিনীত ‘শঙ্খচিল’ ছবিটি দর্শক মহলে প্রশংশিত হয়।