কুড়িগ্রামে দগ্ধ মুক্তিযোদ্ধার মৃত্যু

0 ২,৮০৫

 

 

কুড়িগ্রাম প্রতিনিধি : রোববার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর ডাকুয়াপাড়া বাঘডোবার পাড় গ্রামে নিহত মুক্তিযোদ্ধা ওসমান আলীকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর ডাকুয়াপাড়া বাঘডোবার পাড় গ্রামের মৃত জহির আলীর ছেলে মুক্তিযোদ্ধা ওসমান আলী খড়কুটো জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের সময় পরনের কাপড়ে আগুন লেগে দগ্ধ হন।

তাকে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে তাকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

Leave A Reply

Your email address will not be published.