নাটোর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ যুবদলের গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার জেলা যুবদলের নেতা কর্মিরা শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি হাফরাস্তা এলাকায় গিয়ে শেষ করে। পরে তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ।
সমাবেশে বক্তারা বলেন, হামলা মামলা নির্যাতন করে চলমান আন্দোলনকে রুখতে পারবে না এই বাকশাল সরকার। তারা অতি দূত বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান। তাদের দাবী মানা না হলে আন্দোলন করে জনগনকে সাথে নিয়ে তাদের দাবী আদায় করবে।