কেরিয়ারের ৬৮তম খেতাব জোকারের

0 ২,০০২

খেলাধুলা ডেস্ক : টেনিস থেকে যেন হারিয়েই যাচ্ছিলেন নোভাক জকোভিচ৷প্রাক্তন বিশ্বের এক নম্বর জয়ের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না৷চলতি বছর জানুয়ারির পর এই প্রথম খেতাব জিতলেন সার্বিয়ান সুপারস্টার৷শনিবার তিনি ইস্টবোর্ন ফাইনালে হারালেন গেল মনফিলসকে৷জোকারের পক্ষে ফল ৬-৩ ৬-৪৷অন্যদিকে এদিন মেয়েদের ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকি হারিয়েছেন ক্যারোলিন প্লিসকোভাকে৷ওজনিয়াকি জিতেছেন ৬-৪, ৬-৪ সেটে৷

গত বছর কেরিয়ার গ্র্যান্ডস্ল্যাম জেতার পর থেকেই জোকারের ফর্ম তলানির দিকে৷কিন্তু এদিনের ফাইনালে ছন্দেই পাওয়া গেল তাঁকে৷উইম্বলডনের এক সপ্তাহ আগে এই জয় তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দেবে৷একথা বলাই যায়৷মনফিলসের সঙ্গে এই নিয়ে ১৪ বারের সাক্ষাতেই জিতলেন জোকার৷ইস্টবোর্নে খেলে জোকার বলছেন,‘প্রথম ছ’মাস আমি সেভাবে সাফল্যের মুখ দেখিনি৷ইস্টেবোর্নে আসার সিদ্ধান্তটা দুর্দান্ত৷’

দু’বছর আগে শেষবার উইম্বলডন জিতেছিলেন জোকার৷কেরিয়ারে মোট তিনবার এই খেতাবের স্বাদ পেয়েছেন এখনও পর্যন্ত৷উইম্বলডনে তাঁর অভিযান শুরু হবে স্লোভাকিয়ার মার্টিন ক্লিজানের বিরুদ্ধে৷উইম্বলডনে জোকারকে কোচিং করাবেন আন্দ্রে আগাসি ও মারিও আনচিচরা৷ফলে হেভিওয়েটদের সান্নিধ্যেই টেনিসের বড় টুর্নামেন্ট শুরু করবেন তিনি৷

Leave A Reply

Your email address will not be published.