কোনও সভ্য মানুষ ফেসবুকে এটা লিখতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

0 ৩৩৪

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ভোলার বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের ফেসবুক আইডি থেকে কয়েকজনের সঙ্গে মেসেঞ্জারে আল্লাহ ও রাসূলকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কোনও সভ্য মানুষ কিংবা বিবেকবান মানুষ এটা লিখতে পারে না। এর ভেতরে কোনও ষড়যন্ত্র আছে কি-না সেটা আমাদের দেখার বিষয়। ছেলেটিকে আটক করা হয়েছে এবং সব কিছুই আমরা তদন্তে নিয়ে আসছি।’

সোমবার (২১ অক্টোবর) একটি জাতীয় দৈনিকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিপ্লব চন্দ্র নামের ওই যুবকের ফেসবুক হ্যাক হওয়ার সঙ্গে সঙ্গে তিনি থানায় গিয়ে ঘটনাটি জানান। পরবর্তীতে তার হ্যাক হওয়া আইডি অল্প টাকা দিলেই ঠিক হয়ে যাবে- এই ধরনেরও একটা খবর পান। এসব মিলিয়ে তিনি থানায় একটি জিডি করেছিলেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু তার পরবর্তী মুহূর্তে দেখলাম আমরা- তার হ্যাক হওয়া ফেসবুক আইডির মাধ্যমে যে সমস্ত কথা, যা কিছু সেখানে (ফেসবুকে) উদ্ধৃত হয়েছে তা কোনও সভ্য মানুষ কিংবা বিবেকবান মানুষ লিখতে পারে না।’

তিনি বলেন, ‘আল্লাহ কিংবা রাসূলকে (স.) নিয়ে যে কেউ এধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমরা তার বা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবো।’

প্রসঙ্গত, ফেসবুকে মহানবী (সাঃ) কে কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে রবিবার (২০ অক্টোবর) তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। পরে সেখানে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হন। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় মুসল্লিরা। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে চার ব্যক্তি নিহত ও দেড় শতাধিক আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার আব্দুল পাটওয়ারী (১৪), বোরহানউদ্দিন পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫), মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)। এছাড়া দুপুর আড়াইটার দিকে আব্দুল গণি নামের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এ ঘটনার জেরে রবিবার বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে মুসলিম ঐক্য পরিষদের নেতারা ৬ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে- ধর্ম অবমাননা করায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর, নিহতদের লাশ বিনা পোস্টমোর্টেমে পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রেফতারকৃতদের বিনাশর্তে মুক্তি দেয়া।

Leave A Reply

Your email address will not be published.