ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন ইমরান
বিনোদন অনলাইন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান এবার আরজে হচ্ছেন। রেডিও টুডেতে তাকে নিয়ে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান, নাম ‘ইমরান’স লাইভ’। আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতি শুক্রবার রাতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
ইমরান দারুণ উচ্ছ্বসিত। তিনি বললেন, ‘এবারই প্রথম আমার ভক্ত আর শ্রোতারা এ ধরনের অনুষ্ঠানে আমাকে পাচ্ছেন। কিছুটা নতুনত্ব থাকছে। আর অনুষ্ঠানে কী থাকছে, তা অনুষ্ঠানটি শুনতে শুনতে সবাই বুঝতে পারবেন।
‘ইমরান’স লাইভ’ অনুষ্ঠানের বিশেষ পর্বে থাকবে ‘মিট উইথ ইমরান’। এখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত কুইজে বিজয়ী পাবেন ইমরানের সঙ্গে সরাসরি অন-এয়ারে আড্ডা দেওয়ার সুযোগ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ফখরুল হক।
অনুষ্ঠান নিয়ে কিছু ধারণা দিতে গিয়ে ইমরান বললেন, ‘আমার গাওয়া গানের পাশাপাশি আমার পছন্দের গানও শুনতে পাবেন শ্রোতারা। এ ছাড়া নতুন প্রজন্মের শিল্পীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। গানের জগতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব। এটা আমার গানের জগতের ভ্রমণ বলতে পারেন।’
ব্রেকিংনিউজ/