ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ৮২ হাজার লোককে স্থানান্তরের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাজন পাস পাহাড়ি এলাকায় দাবানলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ৮২ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে স্থানান্তরের বলা হয়েছে। দাবানলে প্রায় ৯ হাজার একর ভূমির গাছপালা পুড়ে গেছে।
খবরে বলা হয়, মঙ্গলবার স্যান বার্নাডিনো কাউন্টির সাজন পাস পাহাড়ি এলাকায় প্রচণ্ড তাপদাহে সকাল সাড়ে ১০টা দাবানলের সূত্রপাত হয়। বাতাসের প্রভাবে যা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এতে বেশ কিছু ভবনেও অগ্নিকাণ্ড হয়। এ সময় আগুনের শিখা ও আকাশে ছাই উড়তে দেখা যায়। এ ঘটনায় নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় দু’টি প্রধান সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি বাউন স্যান বার্নাডিনো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।–সংবাদমাধ্যম।