নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের শারীরিক সুস্থতা কামনা করে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত (১ মার্চ) নিজ নির্বাচনী এলাকা নিয়ামতপুর, পোরশা ও সাপাহারে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় অবস্থান করছিলেন।
শুক্রবার (৩ মার্চ) পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালীন তিনি অসুস্থ বোধ করলে তাঁর শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষায় পিত্তথলিতে ইনফেকশন ধরা পড়ে। পিত্তথলিতে প্রদাহ অনুভব করলে রোববার সকালে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।