খানসামায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

0 ১,৯৭৭

R. J. Mমোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা-দিনাজপুর : দিনাজপুরের খানসামা  উপজেলায় মোছাঃ মনিরা খাতুন (২০) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
আলোকঝাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড.আ স ম আতাউর র জানান, মনিরা খাতুন খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউপি’র  দাঙ্গাপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র আবু রায়হানের (২৩) এর স্ত্রী ও ঠাকুরগা সদর উপজেলার মন্দির পাড়ার মোঃ মতিউর রহমানের কন্যা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, আজ রবিবার সকালে পরিবার সোরগোল শুনে প্রতিবেশীরা আবু রায়হানের বাড়িতে গিয়ে আবু রায়হানের মায়ের কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন রায়নের স্ত্রী গলায় ওড়না ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন।
পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল(দিমেক) মর্গে পাঠায়।
মৃত মনিরার বাবা দাবি করেন যে, তার মেয়েকে বিভিন্ন ভাবে বেশ কিছুদিন থেকে নির্যাতন করছেন। আমার মেয়ে কখনই আত্মহত্যা করতে পারে না।
এ বিষয়ে খানসামা থানার এস আই প্রাণ কৃষ্ণ জানান , ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় ঘটনার সঠিক রহস্য উৎঘাটন করার জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য দিমেকে পাঠানো হয়েছে।
অপরদিকে ঘটনা জানাজানির পর থেকেই নিহতের স্বামী আবু রায়হান ও তার পিতা আনারুল ইসলাম রাতেই বাড়ি থেকে পালিয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.