খালিশা চাপানী নতুন বাজারে জঙ্গী বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত

0 ১,১৪৩

mail.google.comএন ,আই , মানিক : গত সোমবার ডিমলা উপজেলার খালিশা চাপানী আইনুল হক নতুন মাদ্রাসা বাজারে সারাদেশে সন্ত্রাশ , নাশকতা ও জঙ্গীবাদ রুখতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। খালিশা চাপানী ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসার অধ্যাক্ষ মাহবুবার রহমান এর সভাপেিত্ব বক্তব্য রাখেন উপাধাক্ষ এবিএম সাইফুল ইসলাম , গ্রন্থাগারিক মাওলানা তাইবুর রহমান প্রমূখ । সঞ্চলনের দায়িত্ব পালন করেন সহ শিক্ষক মোঃ বিলাল।

Leave A Reply

Your email address will not be published.