খালি পায়ে দেশ ছাড়লেন রাম চরণ, কেন?

0 ২৪২
হায়দরাবাদ বিমানবন্দরে রাম চরণ। ছবি : নিউজ১৮

হায়দরাবাদ বিমানবন্দরে খালি পায়ে, কালো পোশাক পরে হেঁটে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ। হাতে টিকিট আর কাগজপত্র, মুখে কালো মাস্ক।

খালি পায়ে কেন ছাড়লেন এই তারকা? ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ প্রতিবেদনে জানাচ্ছে, খালি পায়ে হায়দরাবাদ থেকে আমেরিকা গেছেন রামচরণ। অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই বিদেশ পাড়ি দিয়েছেন এই দক্ষিণী তারকা। অস্কারে সেরা মৌলিক গান হিসেবে মনোনীত হয়েছে তাঁর ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’। ।

আর রাম চরণ কেন খালি পায়ে আমেরিকা গেলেন?

সেই প্রশ্নের উত্তর, হিন্দু দেবতা আয়াপ্পার ভক্ত রাম চরণ। কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে পূজা দেন এই তারকা। এই মন্দিরে পূজা দেওয়ার আগে নিয়ম ৪১ দিন জুতা ছাড়া চলাচল করতে হবে। এ ছাড়া চুল-দাড়ি কাটা যাবে না; এমন বেশ কিছু কঠোর নিয়ম নামতে হয়। এখন সেই নিয়ম মানছেন রাম চরণ, সে কারণে জুতা ছাড়া দেখা যাচ্ছে তাঁকে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com