খালেদার নাশকতার দুই মামলা হাইকোর্টে স্থগিত
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর দারুসসালাম থানায় নাশকতার অভিযোগে দায়ের করা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করা হয়েছে।
অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদনের পর রবিাবর বিকেলে তা স্থগিত করেন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ।
এদিন, আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর দারুসসালাম থানা এলাকায় দুটি যাত্রাবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় এই নাশকতার মামলা দুটি দায়ের করা হয়। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি দারুসসালাম থানায় মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় ২০১৬ সালের ১২ ও ১৪ মে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ১০ আগস্ট দুই মামলায় অভিযোগ আমলে নেন আদালত। সূত্র: ভিনিউজ।