খালেদা জিয়ার সাথে মালয় সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালেশিয়ান সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল। বুধবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৫ টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ব্রেকিংনিউজ