খুলনায় আলিাচিত শিপ্রা হত্যা মামলার আসামী গ্রেফতার

0 ১,১৭৬

শেখ সাথী ইসলাম, খুলনা প্রতিনিধি : খুলনার আলোচিত শিপ্রা রানী কুন্ডু হত্যা মামলার আসামী মিলন গাজীকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পানির ট্যাংকির মধ্য থেকে একটি বিদেশী বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে মিলন গাজীকে গ্রেফতার করা হয়। পরে তাকে খুলনায় এনে জিজ্ঞাসাবাদ শেষে রাত দেড়টার দিকে মহানগরীর খ্রীস্টান পাড়া এলাকার বসতবাড়ীর পানির ট্যাংকির মধ্যে থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। মিলন দীর্ঘ দিন মুন্সীগঞ্জে পালিয়ে ছিলো।

ওসি জানান, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সকালে মহানগরীর দোলখোলা এলাকায় খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। এসময় লক্ষ্যভ্রষ্ট্র হয়ে গুলিবিদ্ধ হন পূজার ফুল কিনতে আসা গৃহবধূ শিপ্রা রানী কুন্ডু। মিলন গাজী এ হত্যা মামলার আসামী ।

Leave A Reply

Your email address will not be published.