খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

0 ৩৫৬

খুলনা প্রতিনিধি: খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. ইব্রাহিম শেখ (৭৭) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে বেসরকারি সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইব্রাহিম শেখ খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বাসিন্দা।

ইব্রাহিম শেখের ছেলে ইবনুল হাসান মিনার বিষয়টি নিশ্চিত করে ব্রেকিংনিউজকে জানান, জ্বর ও শ্বাসকষ্ট হাওয়ায় গত মঙ্গলবার (২২ অক্টোবর) তার বাবাকে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে গত বুধবার (২৩ অক্টোবর) রাতে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রক্ত পরীক্ষা করার পর চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি মারা যান।

তিনি বাড়ি থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান।

এ নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.