খেলাধুলা অন্যান্য স্পোর্টস ডেস্ক ২২ মার্চ, ২০২১, ১৭:২০ আপডেট: ২২ মার্চ, ২০২১, ১৭:২৪ আরও খবর টোকিও অলিম্পিক হচ্ছে, তবে… বঙ্গবন্ধুর জন্মদিনে সাকিব-তামিমদের শ্রদ্ধা ভাইয়ের জন্য সাহায্য চাইলেন ক্রিকেটার শরিফ বিশ্বের তরুণ নেতাদের তালিকায় মাশরাফী অলিম্পিক গেমস আয়োজন করতে চায় ভারত

0 ২৮৫

দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকায় হবে এই প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পোল্যান্ড, নেপাল ও কেনিয়া এ প্রতিযোগিতায় অংশ নেবে।

 

আসরে পাঁচ দল একে অন্যের বিপক্ষে লিগ পদ্ধতিতে লড়াই করবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

 

প্রতিযোগিতাকে সামনে রেখে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

 

ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এ ব্যাপারে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দীর্ঘদিন পর দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই সামর্থ্য আমাদের আছে। দুজন বিদেশি কোচ এবং চারজন স্থানীয় কোচ দিয়ে দলকে প্রস্তুত করা হচ্ছ।’

 

এই প্রতিযোগিতাকে সামনে রেখে ভারতীয় কোচ সাজুরাম গয়ালের অধীনে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে ১০ মার্চ থেকে।

 

ঘরের মাঠে খেলা, তাই শিরোপায় চোখ বাংলাদেশ দলের। অধিনায়ক মাসুদ করিম বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। ভারতীয় কোচের অধীনে অনুশীলন চলছে। আমরা বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন হতে চাই। তবে অন্য দলগুলোর পাশাপাশি শ্রীলঙ্কা আমাদের অন্যতম বাধা। এশিয়ান গেমসে তাদের হারিয়েছিলাম। আবার এসএ গেমসে তাদের কাছে হেরেছি। অল্প ভুলের কারণে আমরা হেরেছিলাম। এবার আমরা আশাবাদী শিরোপা জিততে।’

 

Leave A Reply

Your email address will not be published.