খোলামেলা পোশাকে ঝড় তুলেছেন সোহিনী

0 ৫১৯

‘ওগো বধূ সুন্দরী’, ‘সত্যবতী’, বা ‘বিবাহ অভিযান’ অথবা ‘ক্রিসক্রস’- সোহিনী সরকার মানেই বাঙালি লুক। শাড়ির সঙ্গে কপালে টিপ পরে তিনি যখন ক্যামেরার সামনে আসেন তখন নেটিজেনরা তার রূপের প্রশংসায় পঞ্চমুখ হন।

অথচ সেই নেটিজেনরাই কিনা এবার সোহিনীকে এক হাত নিলেন! কিন্তু কেন? কারণ, সোহিনীর খোলামেলা পোশাকে ফটোশ্যুট। আর ফটোশ্যুটের সেইসব লাস্যময়ী ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই চোখ কপালে উঠে নেটিজেনদের।

ছবিতে দেখা যায়, কালো রঙের হাই স্লিট পোশাক পরে সোহিনী যখন ফটোশ্যুট করেন, তা অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করা হয়। সেইসব ছবি দেখে অনেকেই তাকে কটাক্ষ করেন। এমনকি অশ্লীল শব্দ ব্যবহার করেও তাকে আক্রমণ করতে ছাড়েনি নেটিজেনরা।

অনেকে প্রশ্ন তুলেছেন, সোহিনী কেন এ ধরনের হালকা-পাতলা পোশাকে ফটোশ্যুট করলেন। কারণ বাঙালি পোশাকেই তিনি বেশি মানানসই। তা সত্ত্বেও কেন পশ্চিমী পোশাক গায়ে জড়ালেন?

যদিও সোহিনী নিজে এখনও পাল্টা কোনও প্রতিক্রিয়া জানাননি।

Leave A Reply

Your email address will not be published.