গল্পটা হবে দুই বোনের’

0 ৯২৪

আলমগীর,বিনোদন :
দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও মাহিয়া মাহি ঢাকাই সিনেমার। একসঙ্গে কোনো সিনেমা না করলেও টিভি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাদের।

এর আগে বেশ কয়েকবার অপু বিশ্বাসের সঙ্গে একই সিনেমায় অভিনয়ের ইচ্ছে প্রকাশ করলেন মাহি। আবারো তেমনটা জানালেন ‘অগ্নি’-কন্যা।

এ নায়িকা সম্প্রতি ফেসবুকে লেখেন, ‘গল্পটা হবে দুই বোনের। এক বোন আমি আর অন্য বোন অপু দি।’

মাহির এমন স্ট্যাটাসে অনেকে ভেবেছিলেন এবার বোধহয় তারা পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন।

তবে ভুল বোঝাবুঝির আশঙ্কা থেকে মন্তব্যের ঘরেই মাহি বিষয়টি স্পষ্ট করেন।

তিনি বলেন, ‘এ রকম কোনো সিনেমা হচ্ছে না। এটা জাস্ট একটা ইচ্ছার কথা বলা হয়েছে।’

দেখার বিষয় মাহির ইচ্ছা পূরণে কোনো প্রযোজক ও নির্মাতা এগিয়ে আসেন কিনা!

মাহি বর্তমানে ‘মনে রেখো’র গানের শুটিংয়ে নেপালে রয়েছেন। এ সিনেমায় তার নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। এছাড়া নায়িকার হাতে রয়েছে ডজনখানেক সিনেমা।

অন্যদিকে অবসর কাটাতে রোববার ভারতের পশ্চিমবঙ্গে গেছেন অপু বিশ্বাস। ওইদিন শাকিব খানের ‘ভাইজান এলো রে’ সিনেমার সেটে হাজির হয়ে আলোচনার জন্ম দেন তিনি। বিরতির পর সম্প্রতি কানাগালি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু। তিন সিনেমাতেই তার নায়ক বাপ্পী চৌধুরী।

Leave A Reply

Your email address will not be published.