গাইবান্ধায় এরশাদ আসছেন সোমবার

0 ১,০৭৩

গাইবান্ধা প্রতিনিধি :
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আগামীকাল সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জে আসছেন। তিনি দুপুর ১টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সুন্দরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। বেলা ২টায় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ বালক সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরে সেখানে স্থানীয় জাতীয় পার্টির উদ্যোগে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তার সফরসঙ্গী হিসেবে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য-খালেদ আক্তার, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র-মোস্তাফিজার রহমানসহ অন্য কেন্দ্রীয় নেতারা থাকবেন বলে দলীয় সুত্রে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.