বগুড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশনায় বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন ও পৌরসভায় ৭’শ গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার নিজস্ব অর্থায়নে সকাল ১১টায় গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
এরপর বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে গাবতলী পৌরসভা এলাকার অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উভয়স্থানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, বগুড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল,
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরেজ্জামান সিদ্দিকী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল আলম খান রুমেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম,
সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম পুটু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, আ’লীগ নেতা জাহাঙ্গীর, সাবজল, আবু হারেজ, আজিজার রহমান, কুড়ানু শাহ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহানুর আলম, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিপুল, মহিলা ইউপি সদস্য ফেরদৌসী বেগম প্রমুখ।