গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। মূলত সরকারের সার্বিক উন্নয়ন তুলে ধরতেই মেলার আয়োজন করা হয়েছে।
গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় সরকারী সকল দপ্তর অংশ নেয়। এতে সর্বমোট ৪৪টি স্টল বসানো হয়েছে। পোষ্টার, ব্যানারসহ প্রজেক্টরের মাধ্যেমে স্ব স্ব দপ্তরের উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়। মেলায় ক্ষুদে শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেওয়ায় এক মিলন মেলায় পরিনত হয়েছে। মেলাটি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে। মেলায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ নাটোর জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস মেলার ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর পৌর সভার মেয়র উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মাহিদা আকতার মিতা, ওসি দিলিপ কুমার দাস, প্রকৌশলী রতন কুমার ফৌজদার জাহিদুল ইসলাম প্রমূখ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post