গুরুদাসপুর (নাটার) প্রতিনিধি.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-দেশ প্রতাবর্তন দিবস পালন করা হয়েছে। গুরুদাসপুর উপজেলা আ.লীগের আয়োজনে এ উপলক্ষে গতকাল বুধবার বিকাল তিনটার দিকে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জন সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, গুরুদাসপুর উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী আব্দুল বারী। প্রধান অতিথি হিসাবে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান জনসভায় উপস্থিত ছিলেন। এসময় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মনোনয়ন প্রত্যাশী নেতা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান বিশ^াস, নাটোর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা যুবলীগ সভাপতি বাশিরুল ইসলাম খান এহিয়া চৌধুরী, গুরুদাসপুর উপজেলা যুব লীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা প্রমূখ। জন সভায় দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জনপ্রিয় নেতা মোঃ শাহনেওয়াজ আলী মোল্লকে দলীয় মনোনয়ন দেওয়ার জোড় দাবি জানানো হয়।
Prev Post