গুলশান কার্যালয় তল্লাশির পদক্ষেপ নিবে বিএনপি

0 ১,৪৩৫

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির ঘটনায় সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন বলেন, ‘আইনের সিআরপিসি ক্রিমিলান প্রসিডিউর অনুযায়ী ৯৬ এ বিধান রয়েছে। কিভাবে একটি ভবনে সার্চ ও সিস করা যায়। সেই আইন মোতাবেক যদি সার্চ ও সিস করা হয় সে ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা লাগে। সেটা দেন চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট। যে ভবনে তল্লাশি করবে তা বিস্তারিতভাবে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান।’
খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি পরোয়ানা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা যা দেখছি, ম্যাজিস্ট্রেট একটি আদেশ দিয়েছে,  আশপাশে ও এই ভবনের মধ্যে কিছু লিফলেট এবং কাগজপত্র আছে সেগুলো তল্লাশি করা দরকার। মেনে নিলাম আদেশ দিতেই পারে। কিন্তু সিআরপিসি ১০৩ আছে একটি ভবনে তল্লাশি চালানোর জন্য স্থানীয় দুই জন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকা লাগবে। কিন্তু এখানে ভবনটি তল্লাশি করবে সেই ভবনের যে মালিক, বা যারা  অবস্থান করেন তাদের জানাতে হবে। তাদের বলতে হবে ভবনের দরজা খুলে দিতে। এছাড়া একটা বিধান আছে কিভাবে তালা ভেঙে ভবনে প্রবেশ করতে পারে।’
তিনি বলেন, ‘ খালেদা জিয়ার কার্যালয়ে যা ঘটেছে। তা দেখছি অফিসে কাউকে অবহিত না করে অফিসের দুই জন পিয়নকে একটি কক্ষে আটকে রেখে কার্যালয়ে তল্লাশি করেছে।  এবং সিসি ক্যামেরার দিক পরিবর্তন করে দিয়েছে এটা সম্পূর্ণভাবে বেআইনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট  নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.