গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

0 ১,৫৪৩

143735asaduzzaman_kalerkantho_pic-696x418-300x180বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত গৃহহীন সাঁওতালদের বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সাঁওতাল হোমলেস (গৃহহীন) থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেবে। কতজনকে বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে- এ প্রশ্নের জবাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২-১০টা যাই হোক, প্রয়োজন অনুযায়ী ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে।

দলীয় কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনো গোষ্ঠী উদ্দেশ্য-প্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে- এমন আভাস পাওয়া গেছে। দলীয় কোন্দল থেকে এ ধরনের ঘটনা ঘটলে আমি প্রধানমন্ত্রীকে জানাতাম। নাসিরনগরে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না

Leave A Reply

Your email address will not be published.