গেইলের ব্যাটে অস্তমিত ‘চারমিনারের সূর্য’

0 ৭৮২

খেলাধুলা অনলাইন ডেস্ক : জয়ে হ্যাটট্রিকের পর থেমে গেল সানরাইজার্সের বিজয় রথ৷ বরং বলা ভালো ক্যারিবিয়ান দৈত্যের ব্যাটিং তান্ডবে জয়ের সরণি থেকে ছিটকে গেল হায়দরাবাদ৷ প্রথম তিন ম্যাচ জিতলেও বৃহস্পতিবার মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হার হজম করল উইলিয়ামসন অ্যান্ড কোং৷

সানরাইজার্সকে হারিয়ে চার ম্যাচে তিনটিতে জয় পেল কিংস ইলভেন পঞ্জাব৷ ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে জয় দিয়ে একাদশ আইপিএলে অভিযান শুরু করেছিলল প্রীতি জিন্টাার দল৷ পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারলেও পরের দু’টি ম্যাচে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্সকে হারিয়ে লিগ তালিকায় প্রথম তিনে জায়গা ধরে রাখল কিংস ইলেভেন৷

গেইলের ব্যাটিং সাইক্লোনে সানরাইজার্সের সামনে টার্গেট ছিল ১৯৪৷ কিন্ত রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সের৷ প্রথম ওভারে আহত হয়ে শিখর ধাওয়ান এবং দ্বিতীয় ওভারে ঋদ্ধিমান সাহা মাত্র ৬ ডাগ-আউটে ফেরত যাওয়ায় লক্ষ্য আরও কঠিন হয়ে যায় হায়দরাবাদের৷ ক্যাপ্টেন কেন উইলিয়ানসন (৫৪) ও মনীশ পাণ্ডের (৫৭) ব্যাট থেকে হাফ-সেঞ্চুরি এলে যা যথেষ্ট ছিল না৷ লক্ষ্য থেকে ১৫ রান দূরে থেমে যায় সানরাইজার্স৷ অশ্বিন ও মোহিত শর্মা বেধড়ক ঠ্যাঙানি খেলেও দারুণ বোলিং করলেন অ্যান্ড্রু টাই৷ চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন তিনি৷

এর আগে গেইলে ঝড়ে তিন উইকেটে ১৯৩ রান তোলে কিংস ইলেভেন পঞ্জাব৷ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন গেইল৷ ৬৩ বলে ১১টি ছক্কা ও একটি বাউন্ডারি-সহ ১০৪ রানে অপরাজিত থাকেন ৩৮ বছের ক্যারিবিয়ান বাঁ-হাতি৷ এছাড়া ২১ বলে ৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন করুণ নায়ার৷ আইপিএলের ইতিহাসে এদিন ২৭৯টি ছক্কার মালিক হলেন গেইল৷ তাঁর পরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা৷ রোহিতের থেকে এ পর্যন্ত ১০০টি ছয় বেশি মেরেছেন গেইল৷ অথচ জানুয়ারিতে আইপিএল নিলামে ক্যারিবিয়ান দৈত্যকে প্রথমে কেনেনি কোনও ফ্র্যাঞ্চাইজি৷পরে নূন্যতম দামে গেইলকে কিনে নেয় কিংস ইলেভেন পঞ্জাব৷

স্বাভাবিকভাবেই গেইল ঝড়ে প্রীতির মুখে চওড়া হাসি৷ প্রথম ম্যাচে ৩৩ বলে ৬৩ রানের ইনিংসের পর এদিন ১০৪ রানে অপরাজিত৷ নিলামে অবিক্রিত ক্রিকেটারই একাদশ আইপিএলে প্রথম সেঞ্চুরির নজির গড়লেন৷ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের বিরুদ্ধে নির্মম ছিলেন ক্যারিবিয়ান দৈত্য৷ সেঞ্চুরি এল ৫৮ বলে৷ আইপিএলে ষষ্ঠ সেঞ্চুরি ক্রিস্টোফার হেনরি গেইলের৷ আর টি-২০ ফর্ম্যাটে ২১তম শতরান৷ মোহালিতে এদিন সেঞ্চুরি করার পর মাঠে উপস্থিত মেয়েকে তা উৎস্বর্গ করেন গেইল৷

কিংসের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন তাঁকে কিনে ভুল করেননি প্রীতি জিন্টা৷ সেঞ্চুরির পর গেইল বলেন, ‘অনেকেই ভেবেছিলাম আমি বুড়ো হয়ে গিয়েছি৷ কিন্তু নতুন করে প্রমাণ করার কিছু নেই৷ সারা বিশ্বে যেখানে গিয়েছে, সেখানে সম্মান অর্জনের চেষ্টা করেছি৷ এই সেঞ্চুরিটা আমার মেয়ে ক্রিসালিনাকে উৎস্বর্গ করলাম৷ শুক্রবার ও দু’ বছরে পা দিচ্ছে৷ প্রথমবার ও ভারতে এসেছে৷ আশা করি ওর সময়টা ভালো কাটবে৷ কিংসের হয়ে দ্বিতীয় ম্যাচে এবং ঘরের মাঠে সেঞ্চুরি করে আমি অত্যন্ত খুশি৷

Leave A Reply

Your email address will not be published.