গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে একটি কাঁটা রাইফেল ও চার রাউন্ড গুলিসহ কার্তিক চন্দ্র দাস (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পবিত্র নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ বুধবার বেলা ১২টার দিকে গ্রেফতারকৃতকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করে পুলিশ।
গ্রেফতারকৃত কার্তিক চন্দ্র দাস টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের প্রেমানন্দ দাসের ছেলে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুল হক জানিয়েছেন, অস্ত্র বেঁচা-কেনা হবে এমন গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থায় নেয়। গভীর রাতে সন্ত্রাসী কার্তিক চন্দ্র দাস অস্ত্র বিক্রি করতে পবিত্র নগর এলাকায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে একটি কাটা রাইফেল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।