গোপালগঞ্জে বাস ও নসিমণের সংঘর্ষে নিহত ২ আহত ২

0 ১,২৭১

indexগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস ও নসিমণের মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হেয়েছেন আরো দুইজন।

শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তাড়াশী বাসস্টান্ডের কাছে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদার ছেলে জাকির হোসেন হাওলাদার ওরফে হেলাল (৪৩) ও একই গ্রমের সৌর উদ্দিন হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (২৮)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ামুখী একটি নসিমণ ঘটনাস্থলে পৌছালে বিপরীতমুখী মুন পরিবহন-৪ পরিবহনের একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নসিমণটি দুমরে-মুচড়ে গেলে ঘটনাস্থলে নসিমণে থাকা নির্মাণ শ্রমিক জাকির ঘটনাস্থলে নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে অপর শ্রমিক ইমরান হাওলাদার মারা যান।

গুরুতর আহত নজির কাজী (৩৫) ও সোহরাব মিয়াকে (৫০) প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.