গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পযর্ন্ত এদেরকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজাসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে অভিযান চালানো হয়।
এসময় সদর থানা পুলিশ চার মাদকব্যবসায়ীসহ ১৫ জন, কোটালীপাড়া থানা পুলিশ ১১ জন, মুকসুদপুর থানা পুলিশ ৬ জন, কাশিয়ানী থানা পুলিশ ৬ জন ও টুঙ্গিপাড়া থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। এদেরকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।