গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার হ্যালিপ্যাডের কাছ থেকে সদ্যজাত এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে আসে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা জানান, হ্যালিপ্যাডের কাছে স্থানীয়রা একটি সদ্যজাত শিশু লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে ঘটনাস্থাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে ওই শিশুটিকে এখানে ফেলে রেথে গেছে। শিশুর লাশ গোপালগঞ্জ মার্কাস মসজিদ সংলগ্ন পৌর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। #