কালামানিক দেব গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম লিচু ও তার লোকজন। এ সময় তাদের মারধরে আহত শরিফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে তাকে মারধর করা হয়। এ ঘটনায় লিচুসহ কয়েকজন নেতাকর্মীকে অভিযুক্ত করে থানায় মামলা দেওয়া হয়েছে। তবে জাহাঙ্গীর আলম লিচু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এদিকে, শরিফুলকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।