চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্থাপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর টিএন্ডটি মাঠে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা বিএনপির উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
উক্ত কর্মসূচীতে গোমস্তাপুর উপজেলার যুগ্ন আহ্বায়ক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক গোলাম জাকারিয়া।
বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের দূর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত এ অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ এনায়েত করিম তোকি প্রমূখ।