বগুড়া প্রতিনিধি: বগুড়ার বনানী দ্বিতীয় বাইপাস সড়কের বেতগাড়ী লিচুতলা এলাকায় অবস্থিত পেট্রোলিয়াম করপোরেশন এলপি গ্যাস ডিপোতে নামানোর সময় গত শনিবার দুপুরের দিকে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ সময় অগ্নিকান্ডে তিন শতাধিক গ্যাস সিলিন্ডার, একটি ট্রাক সম্পূর্ণ ও দুইটি ট্রাক আংশিক পুড়ে গিয়ে
প্রায় অর্ধকোটি টাকার য়তি হয়েছে বলে তিগ্রস্ত ডিপো প্রধান জানিয়েছেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে বগুড়া ও শেরপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট টানা একঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সম হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী লিচুতলা এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা এলপি গ্যাস কোম্পানির ডিপো। সেই ডিপোতে পদ্মা কোম্পানির ৩৭৮টি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক আসে। সিলিন্ডারগুলো ট্রাক থেকে নামানোর সময় একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে ট্রাক ও অন্যান্য গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় পাশে রাখা অপর দু’টি ট্রাক আগুনে পুড়ে আংশিক তিগ্রস্থহয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে তারা ছুটে যান। আগুনে নেভানোর কাজে ছয়টি ইউনিট একযোগে কাজ করে।
এ প্রসঙ্গে রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহসানুর রশীদ ডাবলু জানান, আগুনে তিন শতাধিকের মতো গ্যাস সিলিন্ডার পুড়ে গেছে। সব মিলিয়ে অগ্নিকান্ডের অর্ধকোটির টাকার য়তি হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মামুনকে বগুড়া’র শেরপুর উপজেলা প্রেসকাবে সংবর্ধিত
Next Post