ঘরের মাঠে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন বাটলার

0 ২০৫
সংবাদ সম্মেলনে জস বাটলার । ছবি : বিসিবি

ঘরের মাঠে দুর্দান্ত বাংলাদেশ। শেষ ১৩টি ওয়ানডে সিরিজের একটিতেও হারেনি তামিম ইকবালের দল। এমনকি গত বছরের শেষেই হারিয়েছে শক্তিশালী ভারতকেও। এবার পালা ইংল্যান্ডের, যাদের বিপক্ষে কখনোই সিরিজ জেতা হয়নি সাকিব-তামিদের।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে ইংলিশদের পরিকল্পনা তুলে ধরেন অধিনায়ক জস বাটলার। তিনি জানান, ‘বাংলাদেশের কন্ডিশনে খেলাটা মোটেও সহজ নয়। বিশ্বকাপের আগে এই ধরনের কঠিন কন্ডিশনেই আমরা খেলতে চাই। স্লে আর লো উইকেট প্রত্যাশা করছি। আমরা দল হিসেবে পরীক্ষা দিতে চাই।’

বাংলাদেশের উইকেটে কি আক্রমণাত্মক খেলার পরিকল্পনা আছে? এমন প্রশ্নের জবাবে বাটলার জানান, ‘সব ধরনের উইকেটে চাইলেই আক্রমণাত্মক খেলা সম্ভব নয়। আমাদের পরিকল্পনা আছে, সেই অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই। আমাদেরকে দ্রুতই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। ঘরের মাঠে দল হিসেবে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। আমরাও সর্বোচ্চটাই উজাড় করে দেব।’

বাটলার আরও জানান, ‘আমাদের দলে বেশ কিছু ক্রিকেটার আছে, যাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের ধারণা আছে, কেমন হতে পারে উইকেট। তবে এটা বলতে পারি, সহজ হবে না। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

আগামী ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুদলের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এরপর একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুদল চলে যাবে চট্টগ্রামে। সেখানে তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটিও হবে দুপুর ১২টায়।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com