পলাশ (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি সহকারী প্রকৌশলী আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম হোসেন, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আইডিইবি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন রাব্বানি, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (১৯০২) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার চংদার, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সফি, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (১৯০২) ঘোড়াশাল শাখার সভাপতি আসাদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল বাতেন প্রমুখ।