চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় শিপ ব্রেকিং ইয়ার্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুরনো জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতরা হলেন- সাইফুল ইসলাম (২৬) এবং মাসুদ আলম (২২)।
শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার কুমিরা এলাকায় ‘ও ডব্লিউ’ শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুলের বাড়ি নওগাঁ জেলায় এবং মাসুদের বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়।
শিপ ইয়ার্ড সূত্রে জানা গেছে, জাহাজের তলদেশে গ্যাস কাটার দিয়ে কাজ করার সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন জানান, রাত ১০টার দিকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।