চম্পা এবার মা
বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী চম্পা। সংসার নিয়েই তিনি এখন ব্যস্ত বেশি। মাঝে মাঝে চলচ্চিত্রে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। সবশেষ মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালবাসা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি নতুন একটি ছবিতে অভিনয়ের করতে যাচ্ছেন তিনি। ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীলফড়িং’ চলচ্চিত্রে অভিনয় করবেন চম্পা। এখানে তিনি মায়ের চরিত্রে অভিনয় করবেন। ছবিতে নায়িকার মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। এতে প্রথমবার জুটি হবেন শিপন ও আফ্রি। আগামী ২৭ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। ২৭ তারিখ থেকেই চম্পা ছবিটির শুটিংয়ে অংশ নেবেন। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক ইদ্রিস হায়দার।