চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে, এফডিসিতে তারকাদের হাট
বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করেই শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে সিনিয়র ও জুনিয়র শিল্পীরা এফডিসিতে ভিড় করছেন। প্রার্থীরাও নিজেদের পক্ষে ভোটারদের সঙ্গে যতটা সম্ভব কুশল বিনিময় করছেন ও ভোট চাচ্ছেন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
শিল্পী সমিতির এই নির্বাচনকে ঘিরে পুরো এফডিসি এলাকা কঠোর নিরাপত্তা চাদরে ঠেকে দিয়েছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) সদস্যরা।
এবার নির্বাচনে সভাপতি পদে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী।
এছাড়া সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও ইলিয়াস কোবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা।