চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একজনের মরদেহ উদ্ধার

৪৬৯

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাবুল আলী (৩৬) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। সে গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক এলাকার আলী মোহাম্মদের ছেলে।

 

সোমবার (১৯’ এপ্রিল) সকালে ভোলাহাট- কানসাট সড়কের ধুমবালু ব্রিজের পাশের ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে একজন ইট-ভাটার শ্রমিক ছিলেন।

ভোলাহাট থানার ওসি মাহবুব ইমরান সত্যতা নিশ্চিত করে বলেন, বাবুল প্রায় অনেক বছর থেকে অসুস্থ ছিলো। তার দুটো কিডনি অকেজো হয়ে পড়েছিলো। সে কাজ শেষ করে বাড়ি ফিরছিলো। সে সাইকেল চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। সেখানে তার মৃত্যু হয়।

 

ওসি আরোও জানান, ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর রহস্য জানা যাবে।