চাঁপাইনবাবগঞ্জে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি’র মানববন্ধন

0 ২৫৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের  লাগামহীন ঊর্ধ্বগতি, বিএনপি নেতা-কর্মীদের দমন-নিপীড়নের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (১১ মার্চ) চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র উদ্দোগ্যে শহরের সোনার মোড় এলাকায় বেলা সাড়ে ১১টায় এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহীন শওকাত, জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু তাহের খোকন, মোবিনুর রহমান মিঞা ও ওবায়েদ পাঠান।
এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না, সেটা প্রমাণ হয়েছে। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিএনপি আর কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। জনগণের নিশ্চিত জীবনের লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের রাজপথ দখলেরও আহ্বান জানান বিএনপি নেতা-কর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.