চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ

0 ২০০

চাঁপানবাবগঞ্জ প্রতিনিধি: জেলার শিবগঞ্জের শ্বশনঘাটা থেকে এক হাজার ১৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাতে বিজিবি পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল শ্বশানঘাটা থেকে এক হাজার ১৩০ বোতল ফেনসিডিল জব্দ করে। তবে কাউকে আটক করা যায়নি।

রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.